২৭শে ডিসেম্বর ডায়মন্ড হারবারে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। ডায়মন্ড হারবারের কেল্লার মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। তারই প্রস্তুতি চলছে এখন সেখানে। ডায়মন্ড হারবার শহরের চারিদিকে অভিষেক ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের ফ্লেক্স ও ছবিতে ছেয়ে গিয়ছে। এছাড়াও চারিদিকে লাগানো হয়েছে তৃণমূলের পতাকা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে সেখানে। সব মিলিয়ে সেখানে এখন প্রস্তুতি তুঙ্গে।