দু'দিনের বঙ্গ অভিযানে এসেছিলেন অমিত শাহ। এক গুচ্ছ পরিকল্পনা নিয়ে তিনি বাংলায় এসেছিলেন। প্রথম দিনে ছিল মেদিনীপুরের সভা। আর সেখানেই শুভেন্দু অধিকারী বিজপেতি যোগ দান করেন। তারই দ্বিতীয় দিনে বোলপুরে ছিল রোড শো। রাস্তা জুড়ে সেখানে দেখা গেল মানুষের ঢল আর তার মাঝেই ফুল দিয়ে সাজানো গাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী। গাড়ির সামনে চলছেন লকেট চট্টোপাধ্যায়। একরকম ভোটের প্রচারও যেন সেড়ে ফেললেন তিনি। সেই সঙ্গেই একগুচ্ছ প্রতিশ্রুতি দিতেও শোনা গেল তাঁকে। বললেন ৫ বছরে বাংলা পরিণত হবে সোনার বাংলায়। তবে সেখানেও মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন তিনি।