রান্না ঘর থেকে ভাত খেয়ে পালালো দাঁতাল হাতির দল। সোমবার গভীর রাতে খড়িবাড়ি ব্লকের ওয়ারিশ-মদন জোতে এমন ঘটনা ঘটে। ঘন কুয়াশার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। রান্নার ঘর ভেঙে, হাঁড়ি থেকে ভাত খায় দাঁতাল হাতির দল এমনটাই জানিয়েছে গ্রামবাসীরা। সূত্রের খবর, একবছর আগেও সেখানে ঘটেছিল এমন ঘটনা। হাতির আক্রমণের শব্দ পেয়ে বাড়ির জানলা দিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যায় বাড়ির লোকজন। সেখানকার স্থানীয় বাসিন্দা কনক সিংহ জানিয়েছেন, বন দপ্তরকে আরও উদ্যোগী হতে হবে। খাবারের খোঁজেই লোকলয়ে আসছে এই হাতির দল।