শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন বিজেপির নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায় প্রমুখ। কিছু দিন আগেই জেপি নাড্ডা বাংলা সফর করে গিয়েছেন। আর তার আগেই তিনি একবার বাংলা সফরে এসেছিলেন। এবার আরও একবার তাঁর বাংলা সফর। একাধিক পরিকল্পনা নিয়েই তাঁর এই বাংলা সফর। তাঁর নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার থেকেই শুরু হবে তাঁর কর্মসূচি।