দক্ষিণ দিনাজপুরে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এই সভার আয়োজন হয়। যেখানে উপস্থিত ছিলেন অগুন্তি মানুষ। সেখানে গিয়ে আবারও বিজেপি বিরোধী মন্তব্য করলেন তিনি। বললেন, বিধানসভা ভোটে সব পদ্ম ফুল বানের জলে ভেসে যাবে। সেই সঙ্গেই বিজেপি নেতৃত্বদের বহিরাগত বলতেও ছাড়লেন না তিনি। পাশাপাশি তুলে ধরলেন তৃণমূলের একাধিক কর্মসূচির কথাও।