সামনেই বিধানসভা ভোট। জোড় কদমে চলছে এখন তারই প্রস্তুতি। তার আগে শুরু হয়েছে একরকম রাজনৈতিক তরজা। এবার শুভেন্দুকে দেখা গেল মহিষাদলে। সেখানে গিয়েই মমতার উদ্দেশে তোপ দাগলেন তিনি। তাঁর মুখে শোনা গেল একাধিক দিদি বিরোধী মন্তব্য। সেই সঙ্গেই জানালেন মহিষাদলেও জিতবে বিজেপি। নতুন বছরের প্রথম দিনে কাঁথিতে সভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওইদিনই শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন ভাই সৌমেন্দু। পাশাপাশি যোগ করেছিলেন তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মীও। ঠিক তার পরের দিনই মহিষাদলে সভা করলেন তিনি। মহিষাদলের দাঁড়িবেড়িয়া গ্রামে সভা করেন তিনি। সেখান থেকে একযোগে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতাকে। অভিষেককে নিশানা করে বলেন, তিনি বলেছিলেন অর্জুন সিং জয়ী হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অর্জুন সিং জয়ী হলেও এখনও রাজনীতি ছাড়েননি অভিষেক। কটাক্ষ করে বলেন শুভেন্দু। পাশাপাশি একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে।