শিলিগুড়ির আকাশে সবুজ রঙের মেলা, পুরনিগম তৃণমূলের দখলে

শিলিগুড়ি পুরনিগম তৃণমূলের দখলে। ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। তৃণমূলের মহম্মদ আলমের কাছে পরাজিত তিনি। শিলিগুড়িতে মোট ৩৭টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেব জয়ী হয়েছেন। শিলিগুড়িতে পরাজিত হয়েছেন শংকর ঘোষও।
 

শিলিগুড়ি পুরভোটে পরাজিত ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। জানা গিয়েছে, ৫০২ ভোটে পরাজিত হয়েছেন তিনি। তৃণমূলের মহম্মদ আলমের কাছে পরাজিত। অশোক ভট্টাচার্য জানান, সব মিলিয়ে তাঁদের ফলাফল ভাল নয়। এখনও পর্যন্ত ফলাফল বিপর্যয়কর। তাঁরা যা আশা করেছিলেন, তা ভুল প্রমাণিত হয়েছে। অন্যদিকে শিলিগুড়ি: শিলিগুড়ি পুরভোটে সবুজ ঝড়। ৩৭টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে ৫টি আসন, সিপিএম পেয়েছে ৪টি আসন, কংগ্রেস ১টি আসন। ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেব জয়ী হয়েছেন। ৩০০০-এরও বেশি ভোটে জয়ী তিনি। কলকাতা: শিলিগুড়ির পরবর্তী মেয়র হচ্ছেন গৌতম দেব। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চার জায়গায় পুরভোটের ফলাফলে সবুজ ঝড় উঠতেই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শিলিগুড়ির পরবর্তী মেয়র গৌতম দেব হবেন, একথাও জানিয়েছেন। এদিন মেয়র ঘোষণা হওয়ার পর গৌতম দেব মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি বলেন, দলের এক সৈনিক হিসেবে এবং মুখ্যমন্ত্রী ও শিলিগুড়ির সাধারণ মানুষ যে আস্থা তাঁর ওপর রেখেছেন তা যেন তিনি রাখতে পারেন সে চেষ্টা করবেন।  শিলিগুড়ি পুরভোটে পরাজিত ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শংকর ঘোষ। তৃণমূলের প্রতুল চক্রবর্তীর কাছে পরাজিত হন তিনি। শংকর ঘোষ জানান, এই হার অপ্রত্যাশিত। পাড়ার লোকেদের পাশে তিনি সবসময় ছিলেন। পাশাপাশি তিনি জানান, জনগণই সব। ভোটে হার-জিত রয়েছে। বিজেপির সার্বিক ফলাফল নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করা দরকার।। 

02:39নিষিদ্ধ ফেনসিডিল সহ পাচারকারীকে গ্রেফতার বিএসএফ-এর! তীব্র উত্তেজনা নদীয়ার কৃষ্ণগঞ্জে04:33‘সিবিআই হেরে গেল বলে মমতার নেতারা হাসাহাসি করছে’ মমতাকে চরম তুলোধোনা অধীর রঞ্জন চৌধুরীর08:41'এটা বিরলতম নয়! তো কোনটা? এবার বড় লড়াই হবে' অভয়ার বাড়িতে গিয়ে চরম ইঙ্গিত শুভেন্দুর10:14'মা হতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন কি করে মায়ের যন্ত্রণা?' বিস্ফোরক তাপস রায়02:28‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন মমতা’ মমতা ব্যানার্জিকে দুষলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল01:41North 24 Parganas News: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক ব্যারাকপুরে07:57Basanti Update : কিশোরীকে ধান ক্ষেতে অমন অবস্থায় দেখেই আঁতকে উঠলো পরিবার ! ত্রিকোণ সম্পর্কেই কি এই পরিণতি? দেখুন08:54'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today08:54'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে চরম প্রশ্ন সুকান্তর02:25ভেজাল স্যালাইন কাণ্ডে মমতা ব্যানার্জিকে চরম তুলোধোনা শুভেন্দু অধিকারীর, দেখুন