শিলিগুড়ি পুরনিগম তৃণমূলের দখলে। ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। তৃণমূলের মহম্মদ আলমের কাছে পরাজিত তিনি। শিলিগুড়িতে মোট ৩৭টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেব জয়ী হয়েছেন। শিলিগুড়িতে পরাজিত হয়েছেন শংকর ঘোষও।
শিলিগুড়ি পুরভোটে পরাজিত ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। জানা গিয়েছে, ৫০২ ভোটে পরাজিত হয়েছেন তিনি। তৃণমূলের মহম্মদ আলমের কাছে পরাজিত। অশোক ভট্টাচার্য জানান, সব মিলিয়ে তাঁদের ফলাফল ভাল নয়। এখনও পর্যন্ত ফলাফল বিপর্যয়কর। তাঁরা যা আশা করেছিলেন, তা ভুল প্রমাণিত হয়েছে। অন্যদিকে শিলিগুড়ি: শিলিগুড়ি পুরভোটে সবুজ ঝড়। ৩৭টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে ৫টি আসন, সিপিএম পেয়েছে ৪টি আসন, কংগ্রেস ১টি আসন। ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেব জয়ী হয়েছেন। ৩০০০-এরও বেশি ভোটে জয়ী তিনি। কলকাতা: শিলিগুড়ির পরবর্তী মেয়র হচ্ছেন গৌতম দেব। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চার জায়গায় পুরভোটের ফলাফলে সবুজ ঝড় উঠতেই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শিলিগুড়ির পরবর্তী মেয়র গৌতম দেব হবেন, একথাও জানিয়েছেন। এদিন মেয়র ঘোষণা হওয়ার পর গৌতম দেব মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি বলেন, দলের এক সৈনিক হিসেবে এবং মুখ্যমন্ত্রী ও শিলিগুড়ির সাধারণ মানুষ যে আস্থা তাঁর ওপর রেখেছেন তা যেন তিনি রাখতে পারেন সে চেষ্টা করবেন। শিলিগুড়ি পুরভোটে পরাজিত ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শংকর ঘোষ। তৃণমূলের প্রতুল চক্রবর্তীর কাছে পরাজিত হন তিনি। শংকর ঘোষ জানান, এই হার অপ্রত্যাশিত। পাড়ার লোকেদের পাশে তিনি সবসময় ছিলেন। পাশাপাশি তিনি জানান, জনগণই সব। ভোটে হার-জিত রয়েছে। বিজেপির সার্বিক ফলাফল নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করা দরকার।।