ওড়িশা-র ভদ্রক থেকে আসছিল আম বোঝাই ট্রাক। সেই আমের পেটির আড়ালেই পাচার হচ্ছিল মাদক। উদ্ধার হয় প্রায় ৫০ কেজি মাদক। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে ৬ মাদক পাচারকারীকে। এদের বৃহস্পতিবার দুপুরে আলিপুর আদালতে তোলা হবে। বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ডায়মণ্ডহারবার পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি সুজয় গায়েন ও বিষ্ণুপুর থানার পুলিশের উদ্যোগে যৌথ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই মাদক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মগরাহাটে মাদক বিক্রির জন্য এরা যাচ্ছিল। অভিযুক্তদের একজন উড়িষ্যার বাসিন্দা। বাকিরা নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকার বাসিন্দা। এদের সঙ্গে আর কারা জড়িত তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।