বুধবার মালদায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মালদার অতুলচন্দ্র মার্কেট এলাকায় এই সভার অনুষ্ঠিত হয়। তৃণমূলের জয় হিন্দ বাহিনীর উদ্যোগেই ছিল এই সভা। সেখানেই দেখা গেল তৃণমূলের যুব সহ-সভাপতি সোহম -কে । পদযাত্রার পাশাপাশি বক্তব্য রাখতে শোনা গেল তাঁকে। সেখানেও শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে একাধিক মন্তব্য করলেন তিনি। জানালেন, শুভেন্দুর দলত্যাগে কোনও প্রভাব পড়বে না। সেই সঙ্গেই বিজেপিকে বিঁধতেও ছাড়লেন না তিনি। সেই মঞ্চে দাঁড়িয়েই হুঁশিয়ারি সোহমের, বললেন, বাংলার দিকে কুনজরে তাকালে আমের আঁটি ছুড়ে মারব।