সোমবার ছিল লকডাউন, আর সেই লকডাউনের মাঝেই চলছিল হোম যজ্ঞ। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনায় আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর এই খাদ্য মন্ত্রীর আরোগ্য কামনা করেই চলেছে যজ্ঞ। হাবরা পৌর মন্ডলের প্রশাসক বোর্ডের সদস্য এবং দুই নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি তারকনাথ দাস যজ্ঞের আয়োজন করেন। হাবরা দু'নম্বর ওয়ার্ডে যশোর রোডের ধারে পার্টি অফিসে হয় হোম - যজ্ঞ। তারকনাথ দাসের কথায় খাদ্যমন্ত্রীর অসুস্থতার কথা জেনে সেখানকার অনেকি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে। আর তাই তার সুস্থতা কামনা করেই হোম যজ্ঞের আয়োজন।