বাংলার চর্চিত জুটি শোভন আর বৈশাখী। দুজনেই ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। সঙ্গে ছিল মেয়ে মহুল। তিনজনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে।
কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিল শোভন চট্টোপাধ্য়ায় আর তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখীর মেয়ে মহুল। প্রায় ১৫ দিনের জন্য তাঁরা কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। তারই বেশ কিছু ছবি বৈশাখী আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। দ্রুত তা ভাইরাল হয়ে যায়। শোভন-বৈশাখী জুটিকে নিয়ে এমনিতে কৌতুহল থাকে। তারওপর তাদের ভূস্বর্গ ভ্রমণ। যা উৎসহ আরও বাড়িয়ে দেয়। কিন্তু বৈশখী জানিয়েছে দারুণ কেটেছে তাঁদের ছুটি। কাশ্মীরে গিয়ে আরও একবার শোভনকে নতুন করে পেলেন তিনি। শোভন আর বৈশাখীর বন্ধুত্ব বেশ কয়েক বছরের পুরনো। তাঁদের সম্পর্ক সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
বর্তমানে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। রাজনীতির সঙ্গে প্রায় পুরোপুরি পাট চুকিয়ে দিয়েছেন শোভন। একটা সময় তিনি কলকাতার মহানাগরিক ছিলেন। যাইহোক স্বামীর ফেলে যাওয়া আসনে থেকেই জনপ্রতিনিধির দায়িত্ব সামলাচ্ছেন রত্না।