রাজ্যে ফের করোনা আক্রান্ত ৩ হাজার পেরলো। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৬৮ জন। রাজ্যে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৪৬। এবার রাজ্যে শুরু হতে চলেছে শিশুদের পরীক্ষামূলক টিকাকরণ। জানা গিয়েছে ১২ থেকে ১৮ বয়সিদের উপর করা হবে প্রথম পর্যায়ের টিকার ট্রায়াল। চলতি সপ্তাহের শেষেই শুরু হবে এই ক্লিনিক্যাল ট্রায়াল। গত বছর পর এবছরও করোনা অতিমারীতে বন্ধ হতে চলেছে মাহেশের রথযাত্রা। করোনা আবহে এই নিয়ে দ্বিতীয়বার রথের চাকা গড়াবে না হুগলির মাহেশে। তিনদিনের জন্য দিল্লি সফরে গেলেন রাজ্যপাল জাগদীপ ধনকর। মঙ্গলবার রাত নটা নাগাদ বিমানে করে সস্ত্রীক দিল্লির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। ক্যানিংয়ে ভর সন্ধ্যায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিউ টাউন ডিপিএস স্কুল সংলগ্ন বাগজোলা খালের কাছে দুর্ঘটনা। বৃষ্টির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর গাড়ি ফেলে রেখেই পলাতক গাড়ির চালক। আজ থেকেই চালু হল স্পেশাল মেট্রো। মেট্রোর এই পরিষেবা চালু হওয়ায় কিছুটা সুবিধা হলেও আরও মেট্রো চালানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। করোনার কোপ পড়েছে মিষ্টির দোকানে। দোকান খোলা থাকলেও কমেছে চাহিদা। জামাইষষ্ঠীতেও মিষ্টির চাহিদা কমেছে অনেকটাই। অন্যবারের তুলনায় এবার চাহিদা অনেকটাই কম, জানাচ্ছেন মিষ্টি ব্যবসায়ীরা। প্রতিবছরই জামাইষষ্ঠী এলে বাড়ে বাড়ে ইলিশের চাহিদা। এবারও তার ব্যতিক্রম নয়। তবে নিম্নচাপের জেরে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আর সেই কারণেই চাহিদা থাকলেও যোগান নেই ইলিশের।