এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্যারোডি সিপিএম-এর, তীব্র কটাক্ষের বান

এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার প্যারোডি বানাল সিপিএম। বহুল জনপ্রিয় গান বসন্ত এসে গেছে-র সুরে এই প্য়ারোডিটি বানানো হয়েছে। গানের তালে তালে দেখানো হয়েছে পরেশ অধিকারী থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি। যেখানে তুলে ধরা হয়েছে কীভাবে এই ব্যক্তিরা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই বিষয়টি। 

এসএসসি নিয়োগ দুর্নীতি এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচেয়ে বড় আলোচ্য বিষয়। বিশেষ করে পরেশ অধিকারীর নাম সরাসরি এই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে যাওয়ায় বিতর্কে এখন চরমে। এসএসসি দুর্নীতিতে যেভাবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে তাতে সকলেই অবাক। তবে, এই নিয়োগ দুর্নীতি নিয়ে থেমে নেই রাজনীতিও। বিজেপি হোক বা সিপিএম, কংগ্রেস-সকলেই এখন রাজনৈতিক ফায়দা তোলার চক্করে। অথচ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে স্কুল শিক্ষা দফতর জড়িত তার গুণগুণটা শুরু হয়েছিল ২০১৪ সাল থেকেই। একের পর এক ছোট-খাটো লোকাল তৃণমূল কংগ্রেস নেতা থেকে শুরু করে তাবড়-তাবড় নেতাদের ঘনিষ্ট সহযোগী বলে পরিচিতদের নাম তখন বারবার সামনে এসেছে, বহুজনে অভিযোগ করেছেন, কিন্তু তাতেও কেউ কর্ণপাত করেনি। কিছু সংবাদমাধ্যম মাঝে মাঝে সেই খবর সামনে নিয়ে এলেও কার্যত নিশ্চুপ থেকে গিয়েছিল রাজনৈতিক মহল। অনেকেই মনে করছেন শিলিগুড়ির ববিতা সরকারের মামলার প্রেক্ষিতে যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদক্ষেপ না নিতেন তাহলে হয়তো বিচারের বাণী নিভৃতে কাঁদত। তবে, সন্দেহ নেই সিপিএম-এর এই রাজনৈতিক প্যারোডি সকলেরই নজর টানবে। 

03:37'বিষাক্ত স্যালাইনের প্রভাবে কিডনি খারাপ হতে পারে ১ লাখ মানুষের', বিস্ফোরক তথ্য দিলেন ডাক্তাররা05:56Rashifal Today: ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার সারাদিন কেমন যাবে? জানুন আজকের রাশিফলে03:44‘পরমব্রত আমার রাহুল দ্রাবিড়’ ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির প্রচারে সৃজিত মুখ্যার্জি04:16Suvendu Adhikari Latest News: ‘নবান্নের সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর02:12আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো বিএসএফ, চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণগঞ্জে05:44Netaji Subhash Chandra Bose: নেতাজিকে সামনে রেখে শুধুই ফায়দা লুটছে রাজনৈতিক দলগুলি? দেখুন02:10Tangra Leaning Building News: কলকাতার বুকে ফের বহুতল বিপর্যয়! ট্যাংড়ায় হেলে পড়লো আস্ত ৬ তলা বিল্ডিং, আতঙ্কে গোটা এলাকা03:45আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রাপকরাই! তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ বিজেপির03:28চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার