৩১ জানুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র জনসভা। বিকেলে সেখান থেকেই বেলুড়মঠ দর্শনে যাবেন তিনি। তাই নিয়েই শুক্রবার বেলুড় মঠে প্রশাসনিক বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে নিরাপত্তা বেষ্টনী সুরক্ষিত করতে বেলুড় মঠ চত্ত্বর খতিয়ে দেখেন হাওড়া পুলিশ কমিশনার, হাওড়া জেলা শাসক, আইসি বালি, ট্রাফিক পুলিশরা কর্তা ব্যক্তিরা, দমকল বিভাগের আধিকারিকরা, এসিপি, বিধান নগর কমিশনারেট এর পুলিশ কর্তারা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রমুখ। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ধ্যা আরতিও দেখবেন বলে জানা যাচ্ছে। বেলুড় মঠ সূত্রের খবর, রামকৃষ্ণ মন্দির দর্শন করবেন তিনি পাশাপাশি বিবেকানন্দ মন্দির, মা সারদা মন্দির, ব্রহ্মানন্দ মন্দির, স্বামী বিবেকানন্দ শয়ন কক্ষ এবং বেলুড় মঠ মিউজিয়ামও, পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।