অপমানে আত্মঘাতী এক যুবক। সুরজিৎ বসাক নামের ওই যুবক পূর্ব বর্ধমানের কালনা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। কালনার ধাত্রীগ্রামের মাঠ পাড়া এলাকার সুরজিৎ বসাক। অজানা রোগে মাথার চুল উঠে যাচ্ছিল সুরজিতের আর সেই কারণে পরিচিতরা তাঁকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত এমনকি দাদু বলেও রাগানো হত তাঁকে। সেটা মেনে নিতে পারেনি কলেজ পড়ুয়া সুরজিৎ। আর সেই কারণে মানসিক অবসাদে ভুগছিল সে। অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় যুবক এমনটাই দাবি পরিবারের।