হায়দরাবাদে এনকাউন্টারে খতম চার ধর্ষক
বাঁকুড়ায় উৎসবে মাতলেন কলেজ পড়ুয়ারা
সম্মিলনী কলেজের সামনে চলল মিষ্টিমুখ,
উঠল তেলেঙ্গানা পুলিশের নাম জয়ধ্বনি
হায়দরাবাদে এনকাউন্টারে খতম চার ধর্ষক। উৎসবে মাতলেন বাংলার কলেজ পড়ুয়ারা। শুক্রবার বাঁকুড়ায় সম্মিলনী কলেজের সামনে মিষ্টির থালা হাতে রাস্তা নামেন কলেজের পড়ুয়ারাই। পথ চলতি মানুষকে মিষ্টি খাওয়ান তাঁরা। জয়ধ্বনি ওঠে তেলেঙ্গানা পুলিশের নামে। সকলের একটাই কথা, উচিত শিক্ষা পেয়েছে ধর্ষকরা। শুধু বাঁকুড়াতেই, এনকাউন্টারের ধর্ষকদের মৃত্যুতে উৎসব চলেছে বাংলার বিভিন্ন প্রান্তে। বর্ধমানেও চলে লজেন্স বিতরণ। শুক্রবার সকালে যখন তাদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমার্ণের কাজ চলছিল, তখন পুলিশকর্মীদের উপর চড়াও হয় হায়দরাবাদ ধর্ষণকাণ্ডের চার অভিযুক্ত। বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাল্টা গুলি চালান পুলিশকর্মীরা।