বসিরহাট মহাকুমার বসিরহাট থানা ইতিন্ডা রড ইছামতি ব্রিজে সন্নিকর্ষ অভিভাবক ও ছাত্রছাত্রী প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার দাবিতে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার নিয়ে অবস্থান-বিক্ষোভ নামল। ছোট ছোট বাচ্চারা সঙ্গে অভিবাবকরা এসে অবস্থান বিক্ষোভে বসেন।
করোনার জেরে বন্ধ রয়েছে স্কুল। স্কুল খোলার দাবিতে ইছামতি ব্রিজে পড়ুয়াদের বিক্ষোভ। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুল খোলার দাবিতে বিক্ষোভ। বাচ্চাদের সঙ্গে অভিভাবকরাও এদিন বিক্ষোভ দেখান। বসিরহাটের ইছামতি ব্রিজে চলতে থাকে বিক্ষোভ। পুনোরায় স্কুলে পঠন পাঠন শুরুর দাবিতে চলতে থাকে বিক্ষোভ। বসিরহাট মহাকুমার বসিরহাট থানা ইতিন্ডা রোড ইছামতি ব্রিজে অভিভাবক ও ছাত্রছাত্রীদের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার দাবিতে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার নিয়ে অবস্থান-বিক্ষোভ চলে। ছোট ছোট বাচ্চারা সঙ্গে অভিবাবকরা এসে অবস্থান বিক্ষোভে বসেন। শিশুমন ঘরবন্দী ও হওয়ার ফলে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। দীর্ঘ দুই বছর ধরে করোনা মহামারীর জন্য স্কুল বন্ধ থাকার ফলে স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। তাই স্কুল খোলার দাবিতে প্রথমে অবস্থান-বিক্ষোভ তারপর বসিহাট মহাকুমার শাসক মৌসুমী মুখার্জির কাছে স্মারকলিপি জমা দেন। পাশাপাশি রাজ্যের শিক্ষা দপ্তরের করোনা মহামারী স্কুল বন্ধের নির্দেশিকার প্রতিলিপি পোড়ানো হয়।