সোমবার আচমকাই রাজ্য সভাপতি পদ থেকে দিলীপের অপসারণ। এরপরই উত্তাল বঙ্গ রাজনীতি। বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে রাজ্য সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা হয়। কেন্দ্রের এই ঘোষণার পরই শুরু হয় মিষ্টিমুখ। তাঁকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান দলের কর্মীরা।সূত্রের খবর, সোমবার বিজেপির রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার-এর নাম ঘোষণার পর সুকান্ত মজুমদার জানান তার মূল লক্ষ্য পার্টিকে পশ্চিমবঙ্গে শক্তিশালী করা। দিলীপ দা-র নেতৃত্বে পার্টি যেখানে পৌঁছছে সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন দিলীপ দা খুব ভালো কাজ করেছেন।
সোমবার আচমকাই রাজ্য সভাপতি পদ থেকে দিলীপের অপসারণ। এরপরই উত্তাল বঙ্গ রাজনীতি। বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে রাজ্য সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা হয়। কেন্দ্রের এই ঘোষণার পরই শুরু হয় মিষ্টিমুখ। তাঁকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান দলের কর্মীরা।সূত্রের খবর, সোমবার বিজেপির রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার-এর নাম ঘোষণার পর সুকান্ত মজুমদার জানান তার মূল লক্ষ্য পার্টিকে পশ্চিমবঙ্গে শক্তিশালী করা। দিলীপ দা-র নেতৃত্বে পার্টি যেখানে পৌঁছছে সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন দিলীপ দা খুব ভালো কাজ করেছেন।