১৯৭৫ সালের ২৫ শে জুন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। আজও সেই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনেরই একটি অনুষ্ঠানে মহিষাদলে বিজেপির দলিয় কার্য্যালয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েই একাধিক প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে দুষলেন শুভেন্দু। দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন তিনি। রাজ্যে ভ্যাকসিন কান্ড নিয়েও একাধিক মন্তব্য করেন শুভেন্দু। ভুয়ো আইএএস অফিসার ধৃত দেবাঞ্জন দাসের কথাও তুলে ধরেন তিনি। তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের ছবির প্রসঙ্গ তুলে তৃণমূলকে কটাক্ষ করেন। থানা-পুলিশকে ব্যবহারেরও অভিযোগ করতে শোনাগেল তাঁকে।