বাগুইআটি জোড়া খুনকাণ্ডে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'অতনু ও অভিষেকের পরিবারের কাছে ৩ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তাঁরা দিতে পারেননি। ২০ হাজার টাকা দিয়েছেন তাঁরা। এরপরই এফআইএর রেজিস্টার হয়।' আরও বলেন শুভেন্দু, 'ভাইপো-পিসিকে সুন্দর করে যাতায়াত করাও। একটাই কাজ বিধাননগর কমিশনারেটের। পুলিশকে তোপ শুভেন্দুর।
বাগুইআটি জোড়া খুনকাণ্ডে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'অতনু ও অভিষেকের পরিবারের কাছে ৩ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তাঁরা দিতে পারেননি। ২০ হাজার টাকা দিয়েছেন তাঁরা। এরপরই এফআইএর রেজিস্টার হয়।' আরও বলেন শুভেন্দু, 'ভাইপো-পিসিকে সুন্দর করে যাতায়াত করাও। একটাই কাজ বিধাননগর কমিশনারেটের। পুলিশকে তোপ শুভেন্দুর।