করোনা আবহে বন্ধ রয়েছে বেলুড় মঠ। সঙ্গে বন্ধ রাখা হয়েছে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশাধিকারও। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালন করা হচ্ছে বেলুড় মঠে, তবে এবার ভক্তশূন্য বেলুড় মঠেই হচ্ছে বিশেষ অনুষ্ঠান।
করোনা আবহে বন্ধ রয়েছে বেলুড় মঠ। সঙ্গে বন্ধ রাখা হয়েছে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশাধিকারও। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালন করা হচ্ছে বেলুড় মঠে, তবে এবার ভক্তশূন্য বেলুড় মঠেই হচ্ছে বিশেষ অনুষ্ঠান। এই বছরে ৩৭ তম যুব উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। অন্যান্য বছর এইদিনে প্রায় ১০ হাজার যুব ও ছাত্রছাত্রী বেলুড় মঠে জমায়েত হয়। তবে এবার তা কোনটাই হয় না। বিবেকানন্দ সভাগৃহে মঠের সন্ন্যাসী ও আবাসিকদের উপস্থিতিতে পালিত হয় অনুষ্ঠান। ভার্চুয়াল মিডিয়ায় দেখা যাবে এই অনুষ্ঠান। ফেসবুক এবং ইউটিউবে দেখা যাবে এই অনুষ্ঠান। করোনা পরিস্থিতির জন্য ইতিমধ্যেই মঠ বন্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেলুড় মঠে ভক্তদের প্রবেশ বন্ধ থাকছে বলেই মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়েছেন। মাঝে কয়েকদিনের জন্য খোলা হলেও ফের ২ জানুয়ারি থেকে বেলুড় মঠে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, আগামী ২৬শে জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠে ভক্ত এবং দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আগামী ২০ জানুয়ারি বৈঠক করে সিদ্ধান্ত নেবেন মঠ কর্তৃপক্ষ।