শুক্রবার তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। এর পর থেকেই উত্তাল বঙ্গ রাজনীতি। মুকুলের দলে ফেরা নিয়েই মন্তব্য অনুব্রত মন্ডলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় চানক্য কেউ না। এমন কথাই বলতে শোনা গেল তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে তাই হবে। জানিয়ে দিলেন অনুব্রত মন্ডল। 'গরু রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে যায় সকালে ফিরে আসে'। মুকুল রায় প্রসঙ্গে এমনই মন্তব্য করতে শোনা গেল তাঁকে।