বাম ছাত্র- যুব সংগঠনগুলির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া। এ দিন দুপুরে হাওড়া স্টেশন থেকে নবান্নর দিকে রওনা দেয় কয়েক হাজার বাম কর্মী সমর্থকদের মিছিল। আগে থেকেই মল্লিকফটকের কাছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছিল পুলিশ। সেই পর্যন্ত মিছিল পৌঁছতেই প্রথমে বাম কর্মী, সমর্থকদের বোঝায় পুলিশ। কিন্তু জোর করে মিছিল নিয়ে এগিয়ে যেতে গেলে ব্যাপক লাঠি চার্জ শুরু করে পুলিশ। পাল্টা মিছিলের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন কর্মী- সমর্থক। মাথাও ফেটে যায় কয়েকজনের। ফের মিছিল সংগঠিত করে এগিয়ে আসতে গেলে জল কামান, টিয়ার গ্যাস ব্যবহার করে মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। অভিযোগ, সংবাদমাধ্যমের কয়েকজন কর্মীকেও মারধর করে বাম ছাত্র- যুব সংগঠনের সমর্থকরা। বেশ কিছু বাম কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ।
বেকার ভাতা, কর্মসংস্থান, শিক্ষায় খরচ কমানোর মতো একাধিক দাবিতে বৃহস্পতিবার সিঙ্গুর থেকে পদযাত্রা শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে নবান্নর দিকে রওনা দেয় মিছিল। তাই আগেভাগেই সতর্ক ছিল পুলিশ।