বাঁকুড়ার কোতুলপুর বিডিও অফিস চত্বরে ভয়াবহ আগুন। আগুন লাগার ঘটনায় পুড়ে যায় একটি গাড়ি। সোমবার রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেয় পুলিশে।
কোতুলপুর বিডিও অফিস চত্বরে আগুন। পুড়ে ছায় দাঁড়িয়ে থাকা গাড়ি। অল্পের জন্য রক্ষা পেল অফিস। বাঁকুড়ার কোতুলপুর বিডিও অফিস চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত ছোট গাড়িতে আগুন। সোমবার রাত্রি প্রায় ৯ টা ১৫ মিনিট নাগাদ আগুন দেখতে পায় স্থানীয়রা। তারপরে খবর দেওয়া পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের। খবর পেয়ে ছুটে আসে কোতুলপুর থানার পুলিশ, কোতুলপুর ব্লকের আধিকারিক ও স্থানীয় মানুষের ততপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে। অল্পের জন্য রক্ষা পায় কোতুলপুর বিডিও অফিস বিল্ডিং। ঘটনাস্থল থেকে আটক করা হয় এক ব্যক্তিকে। আগুন লাগার ঘটনায় ওই ব্যাক্তির যোগ রয়েছে। স্থানীয় মানুষের সন্দেহ হতেই তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জেরায় সে স্বীকার করেছে আগুন সেই লাগিয়েছে। তবে কী কারণে ওই ব্যাক্তি আগুন লাগিয়েছিল তা জানার চেষ্টা করছে কোতুলপুর থানার পুলিশ। ধৃতকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কার্তিক দিগর ওই এলাকায় বাড়ি বলেই জানা গেছে।