অ্যাম্বুলেন্স গঙ্গায় তলিয়ে মর্মন্তিক মৃত্যু রোগীর। মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় ঘটে এই ঘটনা। মৃত রোগীর নাম সারথি মন্ডল। কোনও মতে প্রাণে বেঁচে যান গাড়ির ড্রাইভার।
নৌকায় উঠতে গিয়ে গাড়ি সমেত গঙ্গায় নৌকা তলিয়ে গিয়ে মৃত্যু হল রোগীর। সমেত অ্যাম্বুলেন্স। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রেজিনগর এলাকায়। অ্যাম্বুলেন্স এর মধ্যে দম আটকে মৃত্যু হয় রোগীর। মৃত রোগীর নাম সারথি মন্ডল (৫৮)। ঘটনার পরে স্থানীয় বাসিন্দা ও বিপর্যয় মোকাবিলা দলের তৎপরতায় অ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভার সহ বাকি ৩ জন কোনরকমে উদ্ধার হয়। শেষ পাওয়া খবরে জানা যায়, তাদের চিকিৎসা শুরু হয়েছে ইতিমধ্যেই। এদিকে ঘটনার পরই চরম প্রশাসনিক নজরদারির অভাবের প্রতিবাদে সরব হন স্থানীয় গঙ্গা ঘাট পারের বাসিন্দারা। তাঁদের দাবি, 'একদিকে ফেরিঘাট মালিকদের অতিরিক্ত মুনাফা লাভের ইচ্ছে,পাশাপাশি প্রশাসনিক নজরদারির অভাব এই দুই এর ফলে নিত্যদিন গঙ্গায় নৌকা পারাপারের ক্ষেত্রে চরম প্রাণের ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মালবাহী ছোটখাটো গাড়ি দেদার তোলা হয়। ফলে যেকোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে'।