শিলিগুড়ি থেকে কলাকাতায় যাচ্ছিলেন মঞ্জিতকর মল্লিক। গাড়ি থেকে নামার সময় শিলিগুড়ি মোড়ে রাস্তাতেই তাঁর ব্যাগ পড়ে যায়। বরাত জোড়ে সেই ব্যাগই ফিরে পেলেন মঞ্জিতকর। এক মহিলা ব্যাগটি পেয়ে ট্রাফিক পুলিশের কাছে জমা দেয়। পরে মঞ্জিতকর ব্যাগটির খোঁজ করতেই ট্রাফিক পুলিশ তাঁর হাতে তুলে দেয় ব্যাগটি। টাকা ও প্রয়োজনীয় নথিপত্র সমেত ব্যাগটি ফিরে পেয়ে খুশি তিনি, ধন্যবাদ জানালেন ট্রাফিক পুলিশকে।