চিৎকার করছেন বিজেপি নেতা রাকেশ সিং-এর বড় ছেলে শুভম। তাঁর সাফ জিজ্ঞাসা কোন অভিযোগে তাঁকে এভাবে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। নিরুত্তর পুলিশ। প্রবল হিংস্রতার সঙ্গে জোর করে শুভমের মাথা ঢুকিয়ে দেওয়া হয় গাড়ির ভিতরে। এরপর ঝড়ের গতিতে পুলিশের গাড়ি বেরিয়ে যায় বড় রাস্তার উদ্দেশে। ভাইকে এভাবে তুলে নিয়ে যেতে দেখে চিৎকার করতে ছুটে আসেন শুভমের দিদি। মুহূর্তে রাতের অন্ধকারে হারিয়ে যায় পুলিশের গাড়িগুলো। এই ঘটনার কিছুক্ষণ আগেই সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিচ্ছিলেন রাকেশ সিং-এর দুই ছেলে সাহেব ও শুভম। মঙ্গলবার দুপুর থেকেই রাকেশ সিং-এর বাড়ির সামনে জমজমাট নাটকের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ, কোকেনকাণ্ডে নাম জড়ানো রাকেশ সিং-এর খোঁজে দুপুরেই আলিপুরে হানা দেয় পুলিশের বিশাল বাহিনী। নিউ আলিপুর থানা-সহ ওয়াটগঞ্জ থানা এবং লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা একযোগে চলে এসেছিলেন। বিনা ওয়ারেন্টে আসা পুলিশ বাহিনীকে প্রথমে বাড়ির ভিতরে ঢুকতেই দেননি রাকেশের দুই ছেলে। পরে সন্ধে নাগাদ রাকেশ সিং-এর ছেলেরা পুলিশকে বাড়ির ভিতরে ঢুকতে দেন। রাকেশের খোঁজ না মিলেলও ৬টি ঘরের খানা তল্লাশি চালায় পুলিশবাহিনী। রাকেশের দুই ছেলেই জানান, তাঁদের বাবা দিল্লি যাওয়ার উদ্দেশে বের হলেও তিনি সেখানে যাননি। রাতের মধ্যে বাড়িতে আসবেন বলে জানানো হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায় বর্ধমানের গলসিতে গ্রেফতার হয়েছেন রাকেশ সিং। রাজনৈতিক মহলের মতে রাকেশের উপর আচমকা পুলিশি অভিযানের মধ্যে দিয়ে আসলে বিজেপি-কে নিশানা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিবিআই যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকার পিছনে পড়েছে এবং ইডি ফিরহাদ হাকিমের কন্যার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছে তাতে নাকি কাঁটা দিয়ে কাঁটা তুলতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই কারণে এতদিন পরে আচমকাই বহু মামলার আসামী রাকেশ সিং-কে গ্রেফতার।