শুক্রবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশ পরবর্তী পরিস্থিতি দেখতেই এসেছিলেন তিনি। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও ছিল তাঁর। মুখ্যমন্ত্রী তবে বৈঠক না করে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে বাংলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে চলে যান। এই নিয়েই উঠতে শুরু করে নিন্দার ঝড়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করতেও দেখা যায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে। তাঁরই জবাব দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তিনি বৈঠক করেননি সাংবাদিক সম্মেলনে সেই কথা সাফ জানিয়ে দিলেন তিনি।