জলদাপাড়ায় পূর্ণবয়স্ক গন্ডারের দেহ উদ্ধার। তোর্সা নদীর জলে ভাসতে দেখা যায় গন্ডারটিকে। আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের অন্তর্গত শিলবারী ঘাটে তোর্সা নদীতে বালু-পাথর তুলতে গিয়ে গন্ডারটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রাই দেখতে পেয়ে গন্ডারকি তুলে আনে। উদ্ধারের সময় গন্ডারের শিং অক্ষত অবস্থায় ছিল। জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা গন্ডারটির মৃতদেহ উদ্ধার করে। মৃত্যু কারণ জানতে গন্ডারটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
জলদাপাড়ায় পূর্ণবয়স্ক গন্ডারের দেহ উদ্ধার। তোর্সা নদীর জলে ভাসতে দেখা যায় গন্ডারটিকে। আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের অন্তর্গত শিলবারী ঘাটে তোর্সা নদীতে বালু-পাথর তুলতে গিয়ে গন্ডারটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রাই দেখতে পেয়ে গন্ডারকি তুলে আনে। উদ্ধারের সময় গন্ডারের শিং অক্ষত অবস্থায় ছিল। জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা গন্ডারটির মৃতদেহ উদ্ধার করে। মৃত্যু কারণ জানতে গন্ডারটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।