গলায় ফাঁস দিয়ে গৃহবধূকে খুন। স্ত্রী -কে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি এলাকার ঘটনা। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। শ্বশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, রায়গঞ্জ শহরের দেবীনগরের কালীবাড়ি এলাকার বাসিন্দা রাজু দাসের সঙ্গে সীমা দাসের চার বছর আগে বিয়ে হয়। সীমাদেবী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। গত তিন মাস ধরে সীমাদেবীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিলেন স্বামী রাজু দাস সহ তার শ্বশুরবাড়ি লোকেরা। এমনই অভিযোগ সীমাদেবীর পরিবারের। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্যও সীমাদেবীর উপর চাপ সৃষ্টি করত তাঁর পরিবার। টাকা না আনায় তার উপর অত্যাচার করা হত বলে অভিযোগ। এদিন রাতে সীমাদেবীর পরিবারের সদস্যদের খরব দেওয়া হয় সীমাদেবী অসুস্থ হয়ে পরে রয়েছে। একথা শুনে সীমাদেবীর পরিবারের সদস্য ছুটে গিয়ে দেখে সীমার ঝুলন্ত মৃতদেহ।