ঘূর্ণিঝড় যশ সংক্রান্ত খবর নিতে আবহাওয়া দফতরে নিজে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে গিয়ে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলেন তিনি। ঘূর্ণিঝড় সংক্রান্ত একাধিক আলোচনা হয় তাঁর। সেখান থেকেই তিনি জানান ঝড় মোকাবিলার জন্য প্রস্তুত আছে রাজ্য। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এর কাছ থেকে বিস্তারিত তথ্য জানেন তিনি। তিনি জানিয়েছেন এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা দল। সেনাবাহিনী ইতিমধ্যেই প্রস্তুত তান্ডব লীলা পরিস্থিতি সামাল দিতে। রাজ্য সরকার ও যথেষ্ট ভূমিকা নিয়েছে বলে তিনি জানান। সুন্দরবন কাকদ্বীপ ও উপকূলবর্তী এলাকার হাজার হাজার মানুষদের ইতিমধ্যেই ত্রাণশিবিরে স্থানান্তরিত করা হয়েছে।