গৃহবধূকে দিয়ে দেহ ব্যবসা করচ্ছে স্বামী। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া গ্রামের ঘটনা। একমাস আগে বিয়ে হয় আন্দুলিয়া গ্রামের বাসিন্দা সমীর ঘোষের (২৩) -এর সঙ্গে। পেশায় কসাই এই যুবক বিয়ের সময় প্রায় ৫ লক্ষ টাকা পন নেয়। শুধু তাই নয় বিয়ের পর থেকেই স্বামী সমীর ঘোষ তাঁর স্ত্রী-কে বাপের বাড়ি থেকে আরও ৫০ হাজার টাকা এবং আরও তিন ভরি সোনা নিয়ে আসতে জোর করে। সেই প্রস্তাবে রাজি না হওয়ায়, স্বামী সমীর তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী-কে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো শুরু করে। শুধু দেহব্যবসাই নয়, এমনকি তাকে বিক্রি করার জন্য বেশ কয়েকবার কলকাতার কয়েকটি বারেও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত সমীর ঘোষ প্রায় দিন মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে মারধর করতেন এবং তার পরেই স্ত্রীর ঘরে বন্ধুদের ঢুকিয়ে তাদের থেকে মোটা টাকা নিতেন। ইতিমধ্যে স্বামীর বিরুদ্ধে হাড়োয়া থানায় নির্যাতিতা নববধূ অভিযোগ দায়ের করেছেন। এর পর থেকেই এই কথা জানতে পেরে স্বামী সমীর গৃহবধূকে মোবাইল ফোনে খুনের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এই ঘটনার পেছনে আর কে বা কারা জড়িত রয়েছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তরা এখনও পলাতক।