মোদীর বৈঠকে অনুপস্থিত মমতা। কিছুক্ষণের জন্য সেখানে গিয়েই সফরে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়েই মমতাকে বিঁধলেন শুভেন্দু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তবে রাজনীতিকে দূরে সরিয়েই যশে বিধ্বস্ত মানুষের জন্য কাজ করার কথা বললেন শুভেন্দু। অন্যদিকে বৃহস্পতিবার হলদিয়ার গ্রাম পরিদর্শনে যান দিলীপ ঘোষ। ঘূর্ণিঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত গ্রাম ঘুরে দেখেন তিনি। তবে যশের পর রাজ্য সরকারের প্রশংসা করতেও শোনা গিয়েছে বহু বিরোধী দলের নেতৃত্বদের।