না এটা নাসিক নয়। এটা হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর। দিন কয়েক আগে নাসিকের অরবিন্দ সোনার দাবি করেছিলেন যে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পর তার শরীরে চুম্বকীয় শক্তি বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে দেশের নানা প্রান্ত থেকে এমন দাবি উঠতে থাকে। কিন্তু, এই সব দাবির কোনটাই ধোপে টেকিনি। কারণ যারা এমন দাবি করেছিলেন তারা এর কোনও বৈজ্ঞানিক সত্যতা প্রমাণ করতে পারেনি। তবে, এই ধরনের গুজবে স্বাভাবিকভাবে প্রভাবিত হয়েছেন বহু মানুষ। যার মধ্যে রয়েছেন রায়গঞ্জের বরুচা গ্রাম পঞ্চায়েতের রায়পুরের মানুষ জন। করোনা টিকা নিলে যদি শরীর চুম্বক হয়ে যায়- এই আশঙ্কাতে অনেকে টিকাকরণ নিয়ে মানসিক দ্বিধায় ভুগছিলেন। শেষমেশ স্থানীয় হাতুড়ে চিকিৎসক লোকের মনে ভয় ভাঙতে আয়োজন করেন এক সচেতনতা অভিযানের। দেখা যায় শরীর যদি শুকনো থাকে তাহলে শরীরে কোনও ধাতব পদার্থ আটকে থাকছে না। কিন্তু শরীর যদি কোনও কারণে ঘেমে থাকে তাহলে তার উপরে ধাতব পদার্থ এটে যাচ্ছে। একজন পুরুষ এবং একজন মহিলার শরীরের উপরে এই পরীক্ষা-নিরিক্ষা চলে, তাতে দেখা যায় শরীরের উপরে যদি পাউডার মাখিয়ে দিলে তখন শরীরে আর কোনও ধাতব পদার্থ আটকে থাকছে না। তারমানে শরীরে কোনও চুম্বকীয় শক্তি যে নেই তা প্রমাণিত। স্বাভাবিকভাবেই টিকাকরণ নিয়ে গুজবকে নসাৎ করতে এমন এক সচেতনতার আয়োজন দেখে খুশি গ্রামের মানুষ। অনেকেই জানালেন, করোনাভাইরাসের টিকা নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা এবার কেটে গেল। অনেকেই জানালেন- তাঁরা টিকা পেলে অবশ্যই টিকা নেবেন। করোনাভাইরাসের টিকাকরণ নিয়ে যে গুজব রটেছিল তা থেকে গ্রামবাসীকে সজাগ করতেই তিনি এমন উদ্যোগ নিয়েছিলেন বলে জানান স্বদেশ দাস।