৬ দিন পরে অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল। মঙ্গলবার সকালে বাঘটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। খাঁচা বন্দি করে ঝড়খালিতে নিয়ে যাওয়া হয় বাঘটিকে। ধীরে ধীরে কাটছে ঘুমপাড়ানির নেশা। ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাঘটি সুস্থ রয়েছে বলে দাবি বন দফতরের।
৬ দিন পরে অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল। মঙ্গলবার সকালে বাঘটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। খাঁচা বন্দি করে ঝড়খালিতে নিয়ে যাওয়া হয় বাঘটিকে। ধীরে ধীরে কাটছে ঘুমপাড়ানির নেশা। ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাঘটি সুস্থ রয়েছে বলে দাবি বন দফতরের। প্রসঙ্গত, ছদিন আগে কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামের শেখ পাড়াতে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে ঢুকে পড়েছিল একটি রয়্যালবেঙ্গল টাইগার। গ্রামবাসীরা নদীতে মাছ, কাঁকড়া ধরতে যাওয়ার সময় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন। তাঁরাই সেখান থেকে বনদফতরে খবর দিলে বন দফতর এবং কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুরো এলাকায় বাঘের উপস্থিতি লক্ষ্য করেন তাঁরা। সেই থেকেই গোটা এলাকাটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। বাঘ ধরতে পাতা হয়েছিল দুটি খাঁচাও। অবশেষে মঙগলবার সকালে ধরা পড়ে সেই বাঘ।