শুক্রবার কোটালের সতর্কতা আগেই জারি হয়েছে। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় যশ এবং ভরা কোটালে ভয়াবহ চেহারা নিয়েছিল সমুদ্র। সেই ভয়ঙ্কর পরিস্থিতি এখন ভুলতে পারেনি বাংলার মানুষ। এরই মাঝে আরও এক বিপদের ভ্রুকুটি দেখা দিয়েছে বঙ্গে। অমাবস্যার কোটাল সমুদ্রে ফের জলচ্ছাসের সম্ভাবনা। দিঘায় ইতিমধ্যেই শুরু হয়েছে মাইকিং। সমুদ্রে যেতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।