মদ্যপানের পরেই জামাই-এর রণচণ্ডী রুপ! মদ্যপান করে শ্বশুরবাড়িতে এসে শ্বশুর ও স্ত্রীকে কোপাল জামাই। ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত শ্বশুর ও স্ত্রী। আহত ৩ জনই শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। নদীয়ার শান্তিপুরের বাইগাছি এলাকার ঘটনা। অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে এই ভাবে অত্যাচার করছে জামাই। জামাই অজয় বিশ্বাসের এই রুপ দেখে আতঙ্কে এলাকাবাসীরা। এখনও আতঙ্কে রয়েছেন স্ত্রী নমিতা বিশ্বাস। জামাই অজয় বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীর দাবী স্বামীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন।
মদ্যপান করে শ্বশুরবাড়িতে এসে শ্বশুর ও স্ত্রীকে কোপাল জামাই। ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত শ্বশুর ও স্ত্রী। আহত ৩ জনই শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। নদীয়ার শান্তিপুরের বাইগাছি এলাকার ঘটনা। অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে এই ভাবে অত্যাচার করছে জামাই। জামাই অজয় বিশ্বাসের এই রুপ দেখে আতঙ্কে এলাকাবাসীরা। এখনও আতঙ্কে রয়েছেন স্ত্রী নমিতা বিশ্বাস। জামাই অজয় বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীর দাবী স্বামীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন।