২০১০ জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় মৃতদের তালিকায় নাম ছিল তাঁর। জোড়াবাগান এলাকার বাসিন্দা অমৃতাভ চৌধুরী। ডিএনএ-র নকল রিপোর্ট দেখিয়ে প্রতারণার অভিযোগ। মৃত্যুর কারণে ক্ষতিপূরণের টাকাও পেয়েছিল তাঁর পরিবার। তাঁর বোনকে চাকরিও দেওয়া হয়েছিল রেলের পক্ষ থেকে। রেলের তদন্ত শুরু হতেই উঠে আসে একের পর এক সত্য। অমৃতাভ -র প্রতিবেশীরা জানিয়েছেন বাড়িতে যাতায়াত ছিল তাঁর। প্রথমে তাঁর প্রতিবেশীরা হতভম্ব হলেও পরে আনন্দিত হন তাঁরা। এর পিছনে তবে লুকিয়ে ছিল এক বড় প্রতারণার রহস্য। এমনটা তবে আঁচও করতে পারেননি অমৃতাভ -র প্রতিবেশীরা। এই ভয়াবহ সত্য প্রকাশ্যে আসতেই অবাক বনেছেন তাঁরা।