শুক্রবার ঘোষণা হয়ে গিয়েছে ভোটের দিন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতিও। এবার গ্রাউন্ডে দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী -কে। মনসুক এল মন্ডভিয়াকে হাত লাগিয়েছেন দেওয়াল লিখনে। এর মধ্যে দিয়ে তিনি কর্মীদের উৎসাহিত করছেন। শুক্রবার ভোটের দিন ঘোষণার পরেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুক এল মন্ডভিয়া হঠাৎ রাত ৮ টা নাগাদ মেচেদার জেলা নির্বাচনী কার্যালয়ে জেলা স্তরীয় নেতা সহ গ্রাউন্ড স্তরের বিজেপি কর্মীদের সাঙ্গে নির্বাচনের গতিবিধিকে ত্বরান্বিত করতে বৈঠক করেন। পরে রাতেই পার্শ্ববর্তী মেচেদা গুরুলিয়া গ্রামে দেওয়াল লিখনেও হাত লাগিয়ে কর্মীদেরকে উৎসাহিত করেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলায় দেখা গেল এমনই ছবি।