একটু একটু করে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে নবদ্বীপ ও মায়াপুর লাগোয়া তিনটি গ্রাম। নিরঞ্জননগর, গঞ্জডাঙা এবং নিদয়ার গ্রামে দেখা দিয়েছে ভাঙন। এই আতঙ্কয় ঘুম উড়েছে এখন সেখানকার গ্রামবাসীদের। ইতিমধ্যেই কৃষিজমি ও বসতবাড়ি তলিয়ে গিয়েছে নদী গর্ভে। এই ভাঙনের থেকে গ্রামকে রক্ষা করতে বাঁধ দেওয়া প্রয়োজন, এমনটাই আর্জি জানাচ্ছেন গ্রামবাসীরা। আগেও বাঁধ দেওয়া হয়েছে, তবে তার অধিকাংশই এখন তলিয়ে গিয়েছে নদী গর্ভে। এমনটাই জানিয়েছেন সেখানকার মানুষ। এই গ্রামে প্রায় ১৫ হাজার মানুষের বাস করেন, তাদেরই এখন রাতের ঘুম উড়েছে।