মাত্র দুই মাসের ব্যবধানে বিয়ে। আর তারপরই স্বামীকে মাদক খাইয়ে হাত - পা মুখ বেঁধে অত্যাচার এবং খুনের চেষ্টার অভিযোগ উঠলো নববধূর বিরুদ্ধে। নির্যাতিত স্বামীর গোঙানির শব্দ শুনে বাড়ির লোকেরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে। এরপরই হইচই শুনে ঘটনাস্থলে ভিড় করেন পাড়া-প্রতিবেশীরা। স্বামীকে নির্যাতন এবং খুন করার চেষ্টার ঘটনায় প্রকাশ্যে আসতেই নববধূকে গণপিটুনি দেওয়া উদ্ধত হয়ে ওঠে গ্রামবাসীরা। সেই সময় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নববধূকে উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুত গ্রামের বাসিন্দা আয়াতুল শেখের সঙ্গে দু'মাস আগে বিয়ে হয় ইংরেজবাজারের নরহাটটা গ্রাম পঞ্চায়েতের সাতঘরিয়া গ্রামের বাসিন্দা আসমিরা খাতুনের। কিছুদিন আগে ভিন রাজ্য থেকে কাজ করে পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের রাউত গ্রামের নিজের বাড়িতে ফিরে আয়াতুল শেখ। আর তারপরই আচমকাই স্ত্রীর এমন নির্যাতনের শিকার হন তিনি বলে অভিযোগ।