২০১৮ সালে মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল শুভব্রত চক্রবর্তী -র। প্রায় ৩ বছর পর তাঁর মৃত্যুর তদন্তের দাবি জানালেন তাঁর স্ত্রী। কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
স্বামীর মৃত্যুর সত্যতা উদঘাটন করতে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর স্ত্রী। সুপর্না কাঞ্জিলাল নামে এই মহিলার অভিযোগ শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁর স্বামী শুভব্রত চক্রবর্তী। তিনি প্রায় ৬-৭ বছর শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী হিসেবে কাজও করেছেন। সুপর্না দেবীর অভিযোগ প্রায় ৩ বছর আগে ২০১৮ সালে তাঁর স্বামীর মৃত্যু হয়। সকাল ১০ টা নাগাত ফোন করেন। এবং জানান বাড়ি ফেরার ঐ দিনই তিনি বাড়ি ফিরবেন। তিন বছর আগে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী।