দীর্ঘ দিন কেটে গেলেও বিবাহিত স্ত্রীকে মর্যাদা দেয়নি স্বামী। আর সেই কারণেই স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসল স্ত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার বেথুয়াডহরি কাঠালবেড়িয়ায়। সূত্রের খবর, বছর দুই আগে পলাশডাঙার মেঘনাথ দাসের ডিভোর্সী মেয়ে সাথে কাঠালবেড়িয়ার অশোক কুমার ঘোষের ছেলে অমিত ঘোষের বিয়ে হয়। প্রথমে রেজিস্ট্রি করে ও পরে মন্দিরে গিয়ে বিয়ে হয় তাদের। পরে বোনের বিয়ের দোহায় দিয়ে বাড়িতে তুলতে চায়নি তাঁর শ্বশুরবাড়ি লোকেরা। এখন অমিতও তাঁর স্ত্রীকে গ্রহণ অস্বীকার করছে বলে অভিযোগ অমিতের স্ত্রী বিষ্ণুপ্রিয়ার। আর সেই কারণেই শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসতে দেখা গেল মহিলাকে।