Gosaba Royal Bengal Tiger: ফের লোকালয়ে বাঘ, বাড়িতে ঢুকে মাড়ল গরু-ছাগল

গোসাবায় ফের বাঘের আতঙ্ক। বাঘের হানায় একটি গরু এবং তিনটি ছাগল মারা গিয়েছে। সেখানে রীতিমত তাণ্ডব চালায় বাঘটি। সেখানে পাওয়া গিয়েছে বাঘের পায়ের ছাপও। 

জঙ্গল থেকে বারবার লোকালয়ে বাঘ চলে আসার ঘটনা ঘটছে। আবারও তেমনই ঘটনা ঘটল। সোমবার রাতে ফের সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখন্ড গ্রামের ঘটনা। স্থানীয় গ্রামবাসী হাবুল দাসের গোয়াল ঘরে ঢুকে একটি গরু এবং তিনটি ছাগল মেরে ফেলে বলে স্থানীয় সূত্রে খবর। গোয়াল ঘরের আশপাশে বাঘের পায়ের ছাপও স্পষ্ট দেখতে পাওয়া যায়। বাঘের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। খবর দেওয়া হয় বন দফতরে। ইতিমধ্যেই যে এলাকায় বাঘ রয়েছে সেই এলাকা ঘেরা হয়েছে। সুন্দরবনের পীরখালির জঙ্গল থেকে বাঘ বেরিয়ে পঞ্চমুখানি নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়ে। বাঘের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই কুলতলিতে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে। সেই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর