দীঘার সমুদ্র সৈকতে জোয়ারে ভেসে এলো বিরল প্রজাতির কয়েক হাজার সামুদ্রিক মাছ। যা দেখে রীতিমত হতবাক পর্যটক থেকে মৎস্যজীবী এবং স্থানীয়রা। মাছ না অন্য কোনও প্রাণী তা নিয়েও ধন্দে পড়েন অনেকেই। বিশেষজ্ঞদের কাছে খবর পাঠানো হয়। তবে এতগুলি মৃত মাছ নিয়ে চিন্তায় পড়েন সেখানকার মানুষ। কী কারণে এত মাছ একসঙ্গে মারা গিয়েছে তাও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সূত্রের খবর, সকল ১১ টা নাগাদ মৎস্যজীবীদের জালে উঠে আসে মাছ গুলি।