তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার বারাকপুর মহকুমার ঘোলা অঞ্চল। এখানকার বোর্ড ঘর এলাকায় উত্তেজনা চরমে পৌঁছয়। সংঘর্ষে আহত হয়েছেন উভয় তরফের কর্মী সমর্থকই। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এলাকা পরিদর্শন কর্মসূচিকে ঘিরে উত্তেজনার সূত্রপাত।
তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার বারাকপুর মহকুমার ঘোলা অঞ্চল। এখানকার বোর্ড ঘর এলাকায় উত্তেজনা চরমে পৌঁছয়। সংঘর্ষে আহত হয়েছেন উভয় তরফের কর্মী সমর্থকই। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এলাকা পরিদর্শন কর্মসূচিকে ঘিরে উত্তেজনার সূত্রপাত। গত বৃহস্পতিবার উপনির্বাচনের ফল বের হওয়ার পর থেকেই এলাকায় তাদের একাধিক পার্টি অফিস ও কর্মীর বাড়িতে ভাঙচুর চালান হয়েছে বলে অভিযোগ বিজেপির। সেই কারণেই শনিবার এলাকা পরিদর্শনের কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু তিনি আসার আগেই পথ আটকায় তৃণমূল কর্মীসমর্থকা। শুরু হয় দুই তরফের মধ্যে বচসা। এই বচসায় রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতি সামল দিতে ময়দানে নামতে হয় পুলিশকে। শেষপর্যন্ত নিজের সফরসূচি বাতিল করেন বিজেপি রাজ্য সভাপতি। এদিকে এদিনের সংঘর্ষকে বিজেপির গোষ্ঠীকোন্দল বলে দাবি করেছে তৃণমূল।