শনিবার থেকে করোনা টিকাকরণ শুরু হয়। ওই দিন টিকা নিতে দেখা যায় শাসক দলের প্রর্থীদের। সেই তালিকাটা নেহাত ছোট ছিল না। আর তা নিয়েই উঠতে শুরু করে প্রশ্ন। একাধিক তৃণমূল বিরোধি মন্তব্য বিজেপি নেতৃত্বদের। তৃণমূল ভ্যাকসিন চোর, বলেন কৈলাস বিজয়বর্গীয়। বাবুল সুপ্রিয়র কথাতেও উঠে এল একাধিক মন্তব্য। অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও। বললেন তিনি সবটা জেনেও চুপ করে আছেন। তবে শোনা যাচ্ছে এবার এই নিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হতে চেলছে। কোভিশিল্ড ভ্যানে লাগানো হবে জিপিএস, এমনটাই জানা গিয়েছে।