'দিদিকে বলো' কর্মসূচির প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। এ দিন থেকে এলাকার বাড়ি বাড়ি গিয়ে দলের নতুন এই উদ্যোগের প্রচার শুরু করলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। সাধারণ মানুষের হাতে 'দিদিকে বলো'-তে অভিযোগ বা মতামত জানানোর ফোন নম্বর এবং ওয়েবসাইটের নাম লেখা কার্ড তুলে দেন বিধায়ক।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জনপ্রতিনিধিরা প্রতিটি গ্রাম, শহরের মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। মীমাংসা করার চেষ্টা করবেন। পাশাপাশি স্থানীয় গুণীজনদের সঙ্গে আলোচনা করে অভিমত নেবেন। জনপ্রতিনিধিরা যে সমস্যার সমাধান করতে পারবেন না, সেটা তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা এবং দলীয় কর্মীদের নিয়ে এ দিন সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন প্রবীণ এই বিধায়ক।