'মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর' মর্জিনা আবদাল্লার সেই বিখ্যাত গান। এই গানেই এবার নাচ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য -কে। একের পর এক নেতা-মন্ত্রীরা ছাড়ছে তৃণমূল। জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলের দিকেই ঝুঁকছে সকলে। আর তাই নিয়েই চলছে রীতিমতন ঠাট্টা-তামাশা। সেই সমস্ত নেতাদেরকেই ইঙ্গিত এবার এই যুব নেতার। দেবাংশু ভট্টাচার্য ঝাড়ু হাতে সাফ করছেন আবর্জনা। শুধু ঘরেরই নয় সাফ হচ্ছে দলের অবর্জনাও। এমন কথাই বলতে শোনা গেল তাঁকে। তাঁর এই ভিডিও এখন রীতিমতন সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।