ঝাড়গ্রামে ঢোকার পথেই বাধা পেলেন শুভেন্দু অধিকারী। তাঁর উদ্দেশ্যে গো ব্যাক শ্লোগান তৃণমূল সমর্থকদের। বিজেপিতে যোগদান করার পর সোমবার তৃতীয় সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে ঝারগ্রাম শহরে জঙ্গলমহলের বিজেপি কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সারলেন তিনি। তৃণমূলের বিভিন্ন কালো দিক বিজেপি কর্মীদের সামনে তুলে ধরে আশ্বাস দিলেন, "তৃণমূলের তুলনায় ১০ গুণ সক্রিয় হয়ে কাজ করব, সঙ্গবদ্ধ থাকুন।" শোভাযাত্রায় প্রায় একশো মিটার পথ পায়ে হেঁটে বিজেপির জেলা কার্যালয়ে হাজির হন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুখময় সৎপতি ছাড়াও ছিলেন সাংসদ কুনার হেমরম সহ অনেকেই। উপস্থিত কর্মীদের সঙ্গে প্রায় আধঘন্টা ধরে নিজের পরিচয় পর্ব সারেন তিনি।